ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ৯৫ লাখ ৯২ হাজার টাকা রাজস্ব আদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
টাঙ্গাইলে ৯৫ লাখ ৯২ হাজার টাকা রাজস্ব আদায়

টাঙ্গাইল: টাঙ্গাইল ট্রাফিক পুলিশ এক বছরে ৯৫ লাখ ৯২ হাজার ৭৫০ টাকা রাজস্ব আদায় করে সরকারি কোষাগারে জমা দিয়েছে। এছাড়াও পাঁচ হাজার ৮৫১টি বিভিন্ন ধরনের যানবাহন আটক করেছে।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মো. রফিকুল ইসলাম সরকার বাংলানিউজকে জানান, পুলিশ সুপারের নির্দেশে এক বছরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ত্রুটিপূর্ণ ও ফিটনেসবিহীন যানবাহনের মালিকের কাছ থেকে ৯৫ লাখ ৯২ হাজার ৭৫০ টাকা রাজস্ব আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ সময় ১২ হাজার ছয়টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়।

আগের মামলাসহ ১০ হাজার ৪৭৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫২৭টি মামলা বিচারাধীন রয়েছে।

অভিযানে পুলিশ বাস, ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলসহ পাঁচ হাজার ৮৫১টি বিভিন্ন ধরনের যানবাহন আটক করা হয়। এ অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।