ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কোটচাঁদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
কোটচাঁদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় রবিউল ইসলাম (৪৫) নামে এক ভুসি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ওই উপজেলার রাঙ্গীয়ারপতা গ্রামের ইয়াদ আলীর ছেলে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ভোরে গ্রামের মসজিদে নামাজ পড়ে কাশিপুর গ্রামের দিকে যাচ্ছিলেন রবিউল। এসময় কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে তাকে জখম করে।  

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

নিহত ব্যক্তি জামায়াতের কর্মী ছিলেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।