ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উখিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
উখিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

কক্সবাজার: উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দোছড়ি জালালতলী গ্রাম থেকে দুই ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-একই ইউনিয়নের ফলিয়ারপাড়ার মতিউর রহমানের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. শাহাজাহান (৩৫) ও ইসমাঈল হোসেনের ছেলে মো. কামাল হোসেন (১৯)।

 

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, অভিযানের সময় ২টি ওয়ান শুটারগান, ৩টি এসবিবিএল, ১টি রামদা, ১টি কিরিচ ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে উখিয়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বাংরাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
টিটি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।