ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
রাঙামাটিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান রাঙামাটিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে

রাঙামাটি: রাঙামাটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান।

এসময় রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সুমনী আক্তার, মগবান ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা উপস্থিত ছিলেন।

রাঙামাটি বিভিন্ন পয়েন্টে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, পৌরসভা কর্মী, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো একযোগে এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।