ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পান্থপথে হোটেল ওলিওতে হামলা, বোমা প্রস্তুতকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
পান্থপথে হোটেল ওলিওতে হামলা, বোমা প্রস্তুতকারী গ্রেফতার হামলার পর হোটেল ওলিও/ফাইল ছবি

ঢাকা: ২০১৬ সালের ১৫ আগস্ট রাজধানীর পান্থপথে হোটেল ওলিওতে হামলার বোমা প্রস্তুতকারী মামুনকে (২১) গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড টান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
 

রোববার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরায় ৭ নং সেক্টরের হাউস বিল্ডিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, মামুন নব্য জেএমবির অর্থ সংগ্রহ, বিস্ফোরক তৈরি, প্রশিক্ষণ দেওয়া ও নাশকতামূলক হামলার পরিকল্পনাসহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলো।

‘গত ১৫ আগস্ট পান্থপথে শোক দিবসের র‌্যালিতে হামলার উদ্দেশে প্রস্তুতকৃত বোমাটি সে তৈরি করে এবং তা হোটেল ওলিওতে অবস্থানরত জঙ্গি সাইফুলের কাছে পৌঁছে দিয়েছিলো। পরে পুলিশের অভিযানের মুখে হোটেল ওলিওর নিজ কক্ষে বোমাটির আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিহত হয় জঙ্গি সাইফুল’।

রাজধানীতে ফের বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে সে উত্তরায় আত্মগোপন করে অবস্থান করছিলো বলেও জানান মাসুদুর রহমান।

সাইফুলের কাছে বিস্ফোরক পৌঁছে দেয় অন্যজন!

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮/আপডেট: ১৩২৮ ঘণ্টা
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।