ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বদলগাছীতে ইয়াবাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
বদলগাছীতে ইয়াবাসহ বিক্রেতা আটক আটক মাদক বিক্রেতা

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. কাসেম মণ্ডল (৪২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর রাতে তাকে আটক করা হয়। কাসেম মণ্ডল উপজেলার সাগরপুর গোয়ালাপাড়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাগরপুর ১নং ওয়ার্ডের হাকিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ওসি আরো জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে বদলগাছী থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলের মধ্যে তাকে জেলহাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ০২ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।