ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাকরাইলে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
কাকরাইলে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নিখোঁজ

ঢাকা: রাজধানীর কাকরাইলের বাসা থেকে বের হয়ে বিশ্বজিৎ দে (৪৬) নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং কর্মকর্তা নিখোঁজ হয়েছেন।

সোমবার (০১ জানুয়ারি) সকালে বেইলি রোডের অফিসের উদ্দেশে বাসা থেকে বের হয়ে তিনি নিখোঁজ হন।

বিশ্বজিতের বোনের জামাই জয়ন্ত কুমার দেব এ বিষয়ে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি- ৬৮) করেছেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল বাংলানিউজকে জানান, অফিসের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর বিশ্বজিতের দু’টি ফোন নাম্বারই বন্ধ পেয়েছে পরিবার। এরপর কোথাও তার সন্ধান না পাওয়ায় সোমবার রাতে পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়।

বিশ্বজিতের অবস্থান সনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।