ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে মাথা-পা বিহীন মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৮
কেরানীগঞ্জে মাথা-পা বিহীন মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহের অংশবিশেষ (হাত-পা-মাথা বিহীন) উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন বেউতা সড়কের পাশ থেকে আংশিক মরদেহটি উদ্ধার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, দুপুরে রাস্তার পাশে এক যুবকের গলা থেকে নিতম্ব পর্যন্ত পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

পরে পুলিশ গিয়ে আংশিক মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত অংশের পেট ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। বিবস্ত্র মরদেহের মাথা, হাত ও শরীরের নিচের অংশ পাওয়া যায়নি। বাকি অংশগুলো খোঁজা হচ্ছে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।