ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুরুত্বপূর্ণ স্থাপনায় নজর রাখছে র‌্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
গুরুত্বপূর্ণ স্থাপনায় নজর রাখছে র‌্যাব শাহবাগে বিশেষ পেট্রোল চলাকালে র‌্যাবের সদস্যরা

ঢাকা: নির্বাচনের আগে-পরে ও নির্বাচনের দিন জননিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে র‌্যাব। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাতেও নজরদারি রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে বিশেষ পেট্রোল চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি।

র‌্যাব-৩ অধিনায়ক বলেন, নির্বাচনী নিরাপত্তার দায়িত্বের আওতায় দুই দিন ধরে পুরো এলাকায় র‌্যাবের পেট্রোলিং চলছে।

যা নির্বাচন পর্যন্ত চলমান থাকবে। নির্বাচনের দিন, আগে-পরে যেন কোনো ধরনের সহিংসতা না হতে পারে এজন্য আমরা তৎপর রয়েছি।

র‌্যাব-৩ এলাকায় প্রায় ৩২টি কেপিআই (গুরুত্বপূর্ণ স্থাপনা) রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সেসব স্থাপনাতেও র‌্যাবের নজরদারি থাকবে বলেও জানান লে. কর্নেল এমরানুল হাসান।

র‌্যাবের ঊর্দ্ধতন এ কর্মকর্তা জনগণকে আশ্বস্ত করে বলেন, জনগণের ভয়ের কোনো কারণ নেই। তারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসবেন এবং ভোট দেবেন। নিরাপত্তাজনিত ঝুঁকির কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।

দেশজুড়ে ৩০০ নির্বাচনী আসনে ৬০০টি পেট্রোলিং টিম কাজ করছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‌্যাব সদস্যরা মাঠে রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।