ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
টেকনাফে ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার উদ্ধার হওয়া ইয়াবা বিজিবি হেফাজতে। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কেউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার মৌলভীবাজারের উত্তরপাড়া থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।  

টেকনাফ বিজিবি-২ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী বাংলানিউজকে জানান, টেকনাফের হ্নীলা মৌলভীবাজার এলাকা দিকে ইয়াবার একটি চালান আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকায় অবস্থান নেয়।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি ব্যাগ ফেলে পালিয়ে যান পাচারকারীরা। পরে ওই দুটি ব্যাগ থেকে এক লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি ৪০ লাখ টাকা।  

উদ্ধার হওয়া ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ জামান।  

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এসবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।