ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোণায় অগ্নিকাণ্ডে দেড়কোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
নেত্রকোণায় অগ্নিকাণ্ডে দেড়কোটি টাকার ক্ষতি আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: বাংলানিউজ

নেত্রকোণা: নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে আগুন লেগে আট মুদি দোকান ও আট গুদামঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত দেড়কোটি টাকারো বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে নেত্রকোণার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম ও জেলা পুলিশ সদস্যরা।

জেলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমেন মোর্শেদ বাংলানিউজকে জানান, আগুনে আটটি মুদি দোকান ও মুদি দোকানের আটটি গুদামঘর পুড়েছে। এতে অন্তত দেড়কোটি টাকারো বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

ঘটনাস্থলে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) বুলবুল আহমেদ, নেত্রকোণা মডেল থানার (ওসি, তদন্ত) উত্তম কুমার রায়, উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম।

বাংলানিউজকে তারা জানান, আগুনে রামু দেবনাথ, মানিক দেবনাথ পল্লব সরকার, বিপ্লব সরকার, ভক্ত বর্মণ, মঙ্গল পাল ও শহীদের মুদি দোকানসহ গুদামঘর পুড়ে ছাই হয়ে গেছে। খোঁজ নেওয়া হচ্ছে বাকি ক্ষতিগ্রস্তদের।  

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।