ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
শিবচরে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শীতবস্ত্র বিতরণ। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল ও দত্তপাড়া ইউনিয়নের প্রায় অর্ধশত সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আশ্রয়’।

শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেলে দত্তপাড়া লিটল স্কলার কিন্ডার গার্টেনে শীতার্তদের মধ্যে চাদর বিতরণ করে সংগঠনটি।  

সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য তানজিল চৌধুরী বাংলানিউজকে বলেন, তরুণদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘আশ্রয়’ গত দু’বছর ধরে সুবিধাবঞ্চিতদের বিভিন্ন অনুদান দিয়ে আসছে।

সংগঠনটি তাদের সদস্যদের আর্থিক অনুদানেই কার্যক্রম চালিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ