ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ক্ষেতলালে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ক্ষেতলালে আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৪

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ছাত্রলীগের তিন ও ছাত্রদলের এক কর্মী আহত হয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ক্ষেতলাল বটতলী তিলাবদুল আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

আহতরা হলেন- ছাত্রলীগের সোহেল, আব্দুল্লাহ ও মাসুম এবং ছাত্রদলের রুবেল হোসেন।

 

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে ভোটকেন্দ্রে আওয়ামী লীগের নেতাকর্মীরা এলে অতর্কিতে বিএনপির কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এসময় দুই দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ছাত্রলীগের তিন কর্মী এবং ছাত্রদলের একজন আহত হয়।  

আহতদের মধ্যে ছাত্রলীগের তিনজনকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং ছাত্রদলের কর্মীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।