ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

বেলাবোতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৪ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৪, জানুয়ারি ১, ২০২১
বেলাবোতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৪ জন নিহত নরসিংদীর মানচিত্র

নরসিংদী: নরসিংদীর বেলাবো উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো এক জন।

 

শুক্রবার (০১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্তবর্তী এলাকা দরিয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন গাজীপুরের নওয়াব আলী।  

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  
 
তিনি জানান, শুক্রবার বিকেলে ভৈরব থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে বাসটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। আহত হয় আরো এক জন। আহতকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
 বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।