ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

নামাজ পড়তে এসে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, জানুয়ারি ১১, ২০২১
নামাজ পড়তে এসে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় মসজিদে নামাজ পড়তে এসে অজ্ঞাতপরিচয় (৬৭) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে আছর নামাজের সময় উপজেলার উপশহর এলাকার বক্ষব্যাধি হাসপাতাল মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আছরের নামাজের সময় ওই ব্যক্তিটি মসজিদে আসেন। এরপর তিনি অজু করে এসে মুসল্লিদের জানায় তার শরীর দূর্বল লাগছে। তখন স্থানীয়রা তাকে মসজিদে বিশ্রামের ব্যবস্থা করে দিয়ে নামাজে পড়েন। নামাজ শেষে এসে ডাকাডাকি করলে কোনো সারা না পেলে বুঝতে পারে তার মৃত্যু ঘটেছে।

স্থানীয়রা জানান, তিনি এই এলাকার কেউ নন। তার কাছে থাকা ব্যাগ থেকে বোঝা যায় তিনি ভিক্ষাবৃত্তি করে থাকতে পারেন।

বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নান্নু খান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আমাদের কাছে মনে হয়েছে বয়স বেশি হওয়ায় শারীরিক কোনো অসুস্থতা থেকে হয়তো তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এছাড়া স্থানীয় কেউ তাকে দেখে পরিচয় শনাক্ত করতে পারেনি।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।