ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

মিজানুর রহমান ছিলেন সাহসী সাংবাদিকতার প্রতীক: ডা. জাফরুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, জানুয়ারি ১১, ২০২১
মিজানুর রহমান ছিলেন সাহসী সাংবাদিকতার প্রতীক: ডা. জাফরুল্লাহ

ঢাকা: দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান সৎ নিরপেক্ষ, বস্তনিষ্ঠ, সাহসী সাংবাদিকতার প্রতীক ছিলেন  বলে উল্লেখ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার (১১ জানুয়ারি) রাতে এক শোকবার্তায় তিনি এ কথা উল্লেখ করেন।

শোকবার্তায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যুতে দেশের গণমাধ্যম জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি ছিলেন সৎ নিরপেক্ষ, বস্তনিষ্ঠ, সাহসী সাংবাদিকতার প্রতীক। সাংবাদিকতা ছাড়াও তিনি গণবিশ্ববিদ্যালয়ে আইনের শিক্ষক ছিলেন এবং নিয়মিত কলাম লিখেতেন। নিরপেক্ষ সাংবাদিককতায় তার অবদান, দেশপ্রেম, সততা এবং পেশাগত নিষ্ঠাকে সবাই ধারণ করলেই বহু প্রতিভায় গুনান্বিত সাহসী সাংবাদিক, কলামিস্ট, আইনের শিক্ষক মিজানুর রহমান খানের প্রতি যথার্থ সম্মান জানানো হবে।

ডা. জাফরুল্লাহ শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।