ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে পিকআপ ভ্যান চাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, জানুয়ারি ১৩, ২০২১
গোপালগঞ্জে পিকআপ ভ্যান চাপায় নারী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে পিকআপ ভ্যান চাপায় জরিনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।  

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জরিনা বেগম গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের জগারচর গ্রামের ইনু খাঁ-র স্ত্রী।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, রাস্তা পার হওয়ার সময় গোপালগঞ্জ জেলা সদর থেকে আসা একটি পিকআপ ভ্যান ওই নারীকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন এবং গাড়ির চালক আহত হন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।