অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আন্তরিক প্রশংসা করেছেন।
শনিবার (১০ মে) রাতে এক বার্তায় এ প্রশংসা করেন প্রধান উপদেষ্টা।
বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় এবং আলোচনায় অংশগ্রহণের জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আন্তরিক প্রশংসা করি।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র কার্যকর মধ্যস্থতার জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক ইউনূস।
তিনি বলেন, কূটনীতির মাধ্যমে মতপার্থক্য নিরসনে বাংলাদেশ আমাদের দুই প্রতিবেশীকে সমর্থন অব্যাহত রাখবে।
এসকে/এমজেএফ