ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় বিপ্লবী জনতাকে চরমোনাই পীরের অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, মে ১১, ২০২৫
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় বিপ্লবী জনতাকে চরমোনাই পীরের অভিনন্দন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ঘোষণার পর এক বিবৃতিতে বিপ্লবী জনতাকে অভিনন্দন জানিয়েছেন।

শনিবার (১০ মে) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।

বিবৃতিতে তিনি বলেন, বিচারিক কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা দেশকে স্বৈরাচারমুক্ত করার পথে একটি অগ্রগতি।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, বিপ্লবী জনতার প্রত্যাশা ছিল আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হবে। জনগণের এই প্রত্যাশা পূরণে সরকারকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান তিনি।

ইএসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।