ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

বগুড়া-৪ আসনের এমপি মোশাররফের মায়ের ইন্তেকাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, জানুয়ারি ১৭, ২০২১
বগুড়া-৪ আসনের এমপি মোশাররফের মায়ের ইন্তেকাল

ঢাকা: বগুড়া-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) মোশাররফ হোসেনের মা পমিজান বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বার্ধক্যজনিত কারণে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেসউইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৩ ছেলে, ৪ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ এমপি।

সোমবার (১৮ জানুয়ারি) জোহরের নামাজের পর বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।