ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

মাটি কাটার দায়ে মেহেরপুরে ২ জনের লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, জানুয়ারি ১৭, ২০২১
মাটি কাটার দায়ে মেহেরপুরে ২ জনের লাখ টাকা জরিমানা অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজনের লাখ টাকা জরিমানা

মেহেরপুর: আবাদি জমিতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মেহেরপুরে দুই ব্যক্তিকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার আমঝুপি-কালীতলাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ আদালত পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের মল্লিক শেখের ছেলে ইমাদুল ইসলাম (২৭) ও একই গ্রামের বিন মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেন (২৬)।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান বাংলানিউজকে জানান, মাটি-বালি সংরক্ষণ আইন-২০১০ ধারা অনুযায়ী ওই দু’জনকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।