ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

নকল তার উৎপাদন কারখানায় অভিযান, ২৪ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, জানুয়ারি ১৮, ২০২১
নকল তার উৎপাদন কারখানায় অভিযান, ২৪ লাখ টাকা জরিমানা

ঢাকা: রাজধানীর কদমতলীতে নকল বৈদ্যুতিক তার উৎপাদন করায় চার কারখানাকে ২৪ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। এসময় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, রোববার (১৭ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কদমতলী এলাকায় অনুমোদনহীন, ভেজাল, নিম্নমানের বৈদ্যুতিক তার উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণ করার দায় উৎপাদনকারী চার প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

প্রতিষ্ঠানগুলো অনুমোদনহীন, ভেজাল, নিম্নমানের বৈদ্যুতিক তার উৎপাদন করে বাজারজাত করে আসছিল বলেও জানান মেজর শাহরিয়ার জিয়াউর রহমান।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।