ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, জানুয়ারি ১৯, ২০২১
অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ২

ঢাকা: রাজধানীর উত্তরা থেকে অপহৃত ব্যবসায়ী মিহিরকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে আটক করে ডিবি উত্তরা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, উত্তরা থেকে অপহৃত এক ব্যবসায়ীকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
পিএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।