ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

ভৈরবে ১২ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০২, জানুয়ারি ১৯, ২০২১
ভৈরবে ১২ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ১২ কেজি গাঁজাসহ চান মিয়া (২০) ও আল-আমিন (৩২) নামে দুই মাদকবিক্রেতাকে আটক করেছেন পুলিশ।  

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন এ তথ্য জানান।

 

এর আগে,মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার নাটালের মোড় এলাকা থেকে পিকআপ ভ্যানসহ তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন-হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমা গ্রামের ইউছুফ আলীর ছেলে গাড়ির হেলপার চান মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সিংগারবিল এলাকার চান মিয়ার ছেলে গাড়ির চালক আল-আমিন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার নাটালের মোড় থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ। এসময় হেলপার চান মিয়া (২০) ও চালক আল-আমিনকে (৩২) আটক করা হয়। পরে তল্লাশি করে পিকআপ ভ্যানের ইঞ্জিনের বডির ভেতর থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।  

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।