ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

প্রতিবেশী দেশে ভ্যাকসিন সরবরাহ শুরু ২০ জানুয়ারি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৭, জানুয়ারি ২০, ২০২১
প্রতিবেশী দেশে ভ্যাকসিন সরবরাহ শুরু ২০ জানুয়ারি ড. এস জয়শঙ্কর

ঢাকা: ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলোতে বুধবার (২০ জানুয়ারি) থেকে ভ্যাকসিন পাঠানো হবে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) এক টুইটে তিনি এ কথা বলেন।

টুইটে ড. এস জয়শঙ্কর বলেন, মানবজাতির কল্যাণে ভ্যাকসিন সরবরাহের প্রতিশ্রুতি পূরণ করছে ভারত। আমাদের প্রতিবেশীদের কাছে ২০ জানুয়ারি থেকে ভ্যাকসিন সরবরাহ শুরু হবে। কোভিডসৃষ্ট চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সহায়তা করবে বিশ্বের এই ফার্মাসি।

উল্লেখ্য, ভারত প্রতিবেশী দেশগুলোকে করোনা প্রতিরোধী ভ্যাকসিন দেবে। বাংলাদেশকে উপহার হিসেবে ২০ লাখ ভ্যাকসিন দেবে ভারত। আগামী ২১ জানুয়ারি ভারতীয় ভ্যাকসিন বাংলাদেশে আসবে।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
টিআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।