ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

নাম বিকৃত করায় ঢাবির চিঠি গ্রহণ করেনি ছাত্র ইউনিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, জানুয়ারি ২০, ২০২১
নাম বিকৃত করায় ঢাবির চিঠি গ্রহণ করেনি ছাত্র ইউনিয়ন

ঢাকা: সংগঠনের নাম বিকৃত করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো চিঠি গ্রহণ করেনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বুধবার (২০ জানুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে ছাত্র ইউনিয়ন থেকে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মো. ফয়েজ উল্লাহর নামে প্রদান করা একটি চিঠিতে সংগঠনের নাম ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। চিঠিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নামের পাশে ব্র্যাকেটে সেলিম উল্লেখ করা হয়েছে।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠানো এই চিঠি গ্রহণ করেনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একইসাথে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সংগঠনের নাম বিকৃতি করার নিন্দা জ্ঞাপন এবং ভবিষ্যতে এ ধরণের স্পর্শকাতর বিষয়ে দ্বায়িত্বশীল হওয়ার আহবান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮০০, জানুয়ারি ১৮, ২০২১
আরকেআর/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।