ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

জো বাইডেনকে অভিনন্দন মোমেনের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
জো বাইডেনকে অভিনন্দন মোমেনের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

ঢাকা: যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় করোনা ভাইরাসের ভারতীয় ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ অভিনন্দন জানান।

বাংলাদেশের কাছে প্রায় ২০ লাখ ভ্যাকসিন হস্তান্তর করেছে ভারত। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন হস্তান্তর করা হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন। তার শপথ নেওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে। প্রধানমন্ত্রী আগেই তাকে অভিন্দন জানিয়েছেন। আমরা তাকে আবারও অভিনন্দন জানাই।

তিনি বলেন, ‘বাইডেন প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে এসেছেন। এটা আমাদের জন্য সুখবর। ’

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
টিআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।