ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
মঠবাড়িয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া আল আমীন শরীফ (৩৫) নামে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।  

বুধবার (২০ জানুয়ারি) গভীর রাতে থানা পুলিশ তাকে বাদুরা বাজার থেকে গ্রেফতার করে।

 

গ্রেফতার আল-আমীন শরীফ উপজেলার বাদুরা গ্রামের আনোয়ার শরীফের ছেলে।  

মঠবাড়িয়া থানা পুলিশ সূত্র জানায়, ২০১৬ সালের একটি অস্ত্র আইনের মামলায় (জেলা ও দায়রা জজ) বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা আদালত চট্টগামের বিচারিক হাকিম গত ২০১৯ সালের ৭ আগস্ট আসামি আল-আমীন শরীফকে ১০ বছরের কারাদণ্ড দেন।  
 
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ. মাসুদুজ্জামান জানান, গ্রেফতার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আল-আমীন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন পালিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলামীনকে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।