ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে ৩২ কেজি গাঁজাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, জানুয়ারি ২১, ২০২১
শ্রীপুরে ৩২ কেজি গাঁজাসহ আটক ১ আটক রফিকুল ইসলাম

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় ট্রাক থেকে ৩২ কেজি গাঁজা জব্দসহ রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে গাজীপুর র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ্ আল মামুন এ তথ্য জানান।

আটক রফিকুল ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার তারাকান্দা দক্ষিণপাড়া এলাকার মৃত উমেদ আলীর ছেলে।  

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে শ্রীপুরের নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নরসিংদী থেকে গাজীপুরগামী একটি ট্রাকের গতিরোধ করে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকটি থেকে ৩২ কেজি গাঁজাসহ রফিকুলকে আটক করা হয়। মাদক বহনের জন্য ট্রাকটিও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আটকের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
আরএস/এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।