ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

ডেমরায় নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৪, জানুয়ারি ২৫, ২০২১
ডেমরায় নারীর মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর ডেমরায় একটি বাসার তালাবদ্ধ কক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আয়শা আক্তার (২৫)।

ধারণা করা হচ্ছে নিহতের স্বামী তাকে হত্যা করে পালিয়েছেন।

রোববার (২৪ জানুয়ারি) বিকেলে খবর পেয়ে ডেমরা থানাধীন সরুলিয়ার পশ্চিম টেংড়া এলাকার ৫ তলা ভবনের নিচতলার একটি বাসায় তালাবদ্ধ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আয়শা ডেমরার একটি তার ফ্যাক্টরিতে কাজ করতেন। তার স্বামী জোনায়েদ একজন গাড়িচালক।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, ডেমরার সারুলিয়ার পশ্চিম টেংগা এলাকায় ৫ তলা ওই ভবনের নিচতলায় একটি ফ্ল্যাটে সাবলেট হিসেবে ভাড়া থাকতেন আয়শা-জুনায়েদ দম্পতি। তারা সদ্য বিয়ে করেছেন।

তিনি আরও বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পারি, স্বামী জোনায়েদের এটি দ্বিতীয় বিয়ে ছিল। কোনো কলহের জের ধরে হয়তো স্বামী তার স্ত্রীকে হত্যা করে ফ্ল্যাটের তালাবদ্ধ করে পালিয়েছে। ঘটনাস্থলে আমরা নিহতের স্বামীকে পাইনি। তাদে আটক করা গেলে হত্যার কারণ সম্পর্কে জানা যাবে বলেও জানান তিনি।

এদিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানায় ডেমরা থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ০৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এসজেএ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।