ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাণীনগরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, জানুয়ারি ২৫, ২০২১
রাণীনগরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর রাণীনগরে ট্রাকের ধাক্কায় আজাহার আলী (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।

আজাহার উপজেলার চকাদিন আলো পাড়া গ্রামের বাসিন্দা।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, সোমবার দুপুরে বাইসাইকেলে করে বাড়ি থেকে বের হন আজাহার। পথে রাণীনগর-আত্রাই রাস্তার নগর ব্রিজের পূর্বদিকে শহিদুলের ইটভাটার সামনে সিমেন্ট বোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় গুরুতর আহত হ তিনি।  

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায় তিনি।

এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।