ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, জানুয়ারি ২৭, ২০২১
যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন

ঢাকা: জো বাইডেন প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যান্টনি ব্লিনকেন। তাকে স্বাগত জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

বুধবার (২৭ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস জানায়, ৭১তম সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেনকে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে স্বাগতম।

সেক্রেটারি ব্লিনকেন তার প্রতিক্রিয়ায় বলেন, আমার পেশাজীবন আবার আগের অবস্থায় ফিরে এসেছে। স্টেট ডিপার্টমেন্টে আমি কাজ শুরু করেছি ১৯৯৩ সালে। আজ এটা আমার জীবনের জন্য সম্মানের বিষয় যে, ৭১তম সেক্রেটারি অফব স্টেট হিসেবে আমি এই বিভাগের নারী-পুরুষদের নেতৃত্ব দেবো। আমাকে নিজ গৃহে স্বাগত জানানোর জন্য আমার সহকর্মীদের ধন্যবাদ জানাতে চাই।

তিনি বলেন, আমরা সবাই একসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈদেশিক নীতির লক্ষ্য বাস্তবায়ন করবো। যার মাধ্যমে আমেরিকার নিরাপত্তা, সমৃদ্ধি ও মূল্যবোধ উৎসাহিত হবে এবং আমেরিকার জনগণ সুফল পাবে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১ 
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।