ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে বাস-সিএনজি সংঘর্ষ, বাইসাইকেলে থাকা শিশু মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, জানুয়ারি ২৮, ২০২১
হাজারীবাগে বাস-সিএনজি সংঘর্ষ, বাইসাইকেলে থাকা শিশু মৃত্যু

ঢাকা: রাজধানীর হাজারীবাগে সড়ক দুর্ঘটনায় ফয়সাল নামে ১০ বছরের এক শিশু মারা গেছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টায় হাজারীবাগের বেরিবাধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফয়সাল পরিবারের সঙ্গে হাজারীবাগের বৌ বাজার এলাকায় থাকতো। তার বাবা ফারুক হোসেন পেশায় একজন রিকসা চালক।

নিহতের বাবা বাংলানিউজকে জানান, ফয়সাল স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে আজাদ বাংলানিউজকে জানান, বেরিবাধ আর এস পাম্প সংলগ্ন রাস্তায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ঘে বাইসাইকেলে থাকা ফয়সাল আহত হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সারে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে দুই চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।