ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুলকে দুদকের জিজ্ঞাসাবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, জানুয়ারি ৩১, ২০২১
ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুলকে দুদকের জিজ্ঞাসাবাদ

ঢাকা: আত্মসাৎ ও অর্থপাচারের দায়ে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সহযোগী হিসেবে গ্রেফতার আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) সাবেক এমডি রাশেদুল হককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে। রোববার থেকে পাঁচ দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে গত রোববার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করা হয়। এর আগে দুপুর ১২ থেকে দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে দুদক।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।