ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৭, জানুয়ারি ৩১, ২০২১
রাজধানীতে পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর শাহবাগে ও শান্তিনগরে ফুটপাত থেকে অজ্ঞাত দুই ভবঘুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (৩১ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে শাহবাগ মোড় থেকে ও সন্ধ্যা ৬টায় শান্তিনগর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কান্তি দে বাংলানিউজকে জানান, খবর পেয়ে বেলা আড়াইটার দিকে শাহবাগ মোড়ে ফুটপাথ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হয়। প্রথমে অজ্ঞাতনামা থাকলেও পরবর্তিতে জানা যায় তার নাম সিরাজ (৭০), তার বাড়ি শরিয়তপুর জাজিরা উপজেলায়। শাহবাগ এলাকায় ভবঘুরে ভাবে ঘুরাঘুরি করতো সে। ধারণা করা হচ্ছে অসুস্থ্যতাজনিত কারণে রাস্তায় ঘুমন্ত অবস্থাতেই তার মৃত্যু হয়েছে বলে । মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিক পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বোরহান মিয়া বাংলানিউজকে জানান, সন্ধ্যায় শান্তিনগর চৌরাস্তায় আইল্যান্ডের মাঝখান থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ। তার বয়স আনুমানিক ৫০ বছর। পরনে ছিলো পুরাতন লুঙ্গি ও শার্ট। অসুস্থ্যতাজনিত কারণে ওই ভবঘুরে ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।