ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার, মা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, জানুয়ারি ৩১, ২০২১
টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধার, মা গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে টয়লেট থেকে নূর হাওয়া নামে চার মাস বয়সী একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা তাঞ্জি বেগমকে (৩৮) গ্রেফতার  করা হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ধুমাইটারী মহল্লার তেঁতুলতলার জনৈক নুরুল ইসলামের পারিবারিক টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

তাঞ্জি বেগম ওই এলাকার নুরুল ইসলামের স্ত্রী। নিহত নূর হাওয়া ওই দম্পতির একমাত্র সন্তান।

রাত পৌনে ৯টার দিকে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বাংলানিউজকে জানান, নূর হাওয়া নিখোঁজ- এমন অভিযোগ পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। এ ব্যাপারে শিশুটির মায়ের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঞ্জির স্বীকারোক্তি অনুযায়ী তাদের বাড়ির টয়লেট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।