কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাগরের পানিতে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব ও পরিবেশ রক্ষায় মানুষকে সচেতন করতে ব্যতিক্রম সভার আয়োজন করেছে নদী রক্ষার সামাজিক সংগঠন নোঙর।
শনিবার (১২ মার্চ) বিকেলে বঙ্গোপসাগারের মোহনায় পেকুয়া মগনামা-কুতুবদিয়া চ্যানেলে ভাসমান নৌকায় এ সভা করা হয়।
নোঙর কক্সবাজার জেলা ইউনিটের আহ্বায়ক ড. জাকির হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নোঙর বাংলাদেশের সভাপতি সুমন শামস।
সভা আরও বক্তব্য রাখেন নোঙরের ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা ইউনিটের সম্পাদক খালেদা মুন্নি, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আব্দুল আলিম গিয়াস, নোঙর ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা ইউনিটের সভাপতি শামিম আহমেদ, সহ-সভাপতি মুনিরুল ইসলাম, ট্রেজারার শিপন কর্মকার, কেন্দ্রীয় সদস্য দর্পন জামিল, আমিনুল হক, এফ এইচ সবুজ, কক্সবাজার জেলা ইউনিটের সদস্য মাস্টার জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আব্দুল্লাহ, ডাক্তার আশেক উল্লাহ, পেকুয়া উপজেলা নোঙরের আহ্বায়ক ইসমাইল খান, সদস্য সচিব আবু ছাদেক, সদস্য নুরুল আমিন, নাজমুন নাহার নৌরিন, নুর আয়েশা খান ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আজগর হোছাইন, পেকুয়া রোবার স্কাউর্টসের মোহাম্মদ ছাদেক, জাহেদুল ইসলাম বাবু, আসাদুজ্জামান নুর প্রমুখ।

তারা আরও বলেন, সব প্রকার প্লাস্টিক বর্জ্য জলজ প্রাণীর বাসস্থান, খাদ্য সংগ্রহের স্থান ও খাদ্য গ্রহণের পথে বাধার সৃষ্টি করে। শুধু তাই নয় মানুষও প্লাস্টিক দূষণের কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ সময় সভায় কোনো প্রকার প্লাস্টিক বর্জ্য সাগর ও নদীর পানিতে না ফেলাসহ প্লাস্টিক ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।
সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি মগনামা ঘাট থেকে শুরু হয়ে বিভিন্ন ঘুরে সড়ক ফের মগনামা ঘাট বাজারে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
এসবি/আরআইএস