ঢাকা, মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩১, ১৮ মার্চ ২০২৫, ১৭ রমজান ১৪৪৬

জাতীয়

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকা রাউন্ড টেবিলের সাইকেল র‌্যালি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকা রাউন্ড টেবিলের সাইকেল র‌্যালি

খুলনা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে খুলনায় বর্ণাঢ্য সাইকেল র‌্যালির অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ঢাকা রাউন্ড টেবিল ও খুলনা সাইক্লিস্ট “স্বাধীনতার  ৫০ বছর” এ শিরোনামে সাইকেল র‌্যালির আয়োজন করে।

সাইকেল র‌্যালির “মিডিয়া পার্টনার” হিসেবে রয়েছে দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল দুরন্ত বাইসাইকেল।

খুলনার শিববাড়ি মোড়ে র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার অধ্যাপক মো. আলমগীর কবির, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার খন্দকার আবু হাসান ও খুলনা প্রেস ক্লাবের সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রাউন্ড টেবিলের সদস্য রনি, সিফাত, ফাহাদ প্রস্তাবিত খুলনা রাউন্ড টেবিলের চেয়ারম্যান রেজোয়ান ওয়ালিদ অন্তু, খুলনা সাইক্লিস্ট এর অ্যাডমিন মোস্তফা কামাল, খান শাহেদ, রেজাউল করিম, মেজবা প্রমুখ।

দুরন্ত বাই সাইকেলের ব্র্যান্ড ম্যানেজার অভিক জামিল ও আরএফএল ব্র্যান্ড এর ইভেন্ট ম্যানেজার মিঠু। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাধীনতা দিবস সাইকেল র‌্যালির প্রধান সমন্বয়ক এজাজ মাহমুদ রনি।

সাইকেল র‌্যালিটি শিববাড়ি, ময়লাপোতা, রয়্যালের মোড়, রূপসা স্ট্যান্ড মোড়, রূপসা নতুন বাজার মোড়, জেলা স্কুল মোড়, জজকোর্ট, নগর ভবন, হাদিস পার্ক মোড়, ডাক বাংলা মোড় ও ফেরিঘাট মোড় হয়ে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। এতে প্রায় দেড় শতাধিক সাইক্লিস্ট অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।