গোপালগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পৌরসভার প্রায় ৩ কিলোমিটার সড়ক সাজসজ্জার কাজ করা হয়েছে।
সড়কে আঁকা হয়েছে বিভিন্ন আলপনা।


স্থানীয়রা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসায় টুঙ্গিপাড়াবাসী খুব খুশি। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে অভিনন্দন জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন এতে তারা মহাখুশি ও আনন্দিত। তারা মনে করেন এ সফরের মধ্য দিয়ে দেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে। টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, ভারতের প্রধানমন্ত্রী আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র টুঙ্গিপাড়া পৌরসভা থেকে ব্যাপক সাজসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করা হয়েছে। টুঙ্গিপাড়া হেলিপ্যাড থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক সাজানো হয়েছে। দুই প্রধানমন্ত্রীর ও বঙ্গবন্ধুর ছবি সড়কের দুই পাশে স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, এখন দুই প্রধানমন্ত্রীকে বরণ করতে আমরা প্রস্তুত।
বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০২১
এএটি