ঢাকা, বৃহস্পতিবার, ৬ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু প্রতীকী ছবি

ঝিনাইদহ: ঝিনাইদহের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উর্মি তারা (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

উর্মি ওই গ্রামের মিন্টু মণ্ডলে মেয়ে। সে শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিল।  

উর্মির দাদা সমাদ হোসেন বাংলানিউজকে জানান, প্রাইভেট পড়ে বাড়িতে এসে চেয়ারে বসে ছিল উর্মি। এ সময় পায়ের নিচে থাকা বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।