ঝিনাইদহ: ঝিনাইদহের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উর্মি তারা (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
উর্মির দাদা সমাদ হোসেন বাংলানিউজকে জানান, প্রাইভেট পড়ে বাড়িতে এসে চেয়ারে বসে ছিল উর্মি। এ সময় পায়ের নিচে থাকা বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এসআরএস