ঢাকা, বৃহস্পতিবার, ৬ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, আহত ৭ 

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
ধামরাইয়ে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, আহত ৭  ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ের কেলিয়া এলাকায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।

এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন কবির বাংলানিউজকে জানান, দুপুরে ঢাকাগামী এসবি লিংক নামে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে আরিচাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত সাত জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে গুরুতর আহত দু’জনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন মাইক্রোবাসচালক।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।