বগুড়া: দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্কুল-কোচিংসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করায় বগুড়া সদর উপজেলার সানলিট আইডিয়াল স্কুল অ্যান্ড কোচিং সেন্টারকে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার জলেশ্বরীতলায় এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান এবং নাছিম রেজার নের্তৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে জরিমানা ও সিলগালা করা হয়।
ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী সানলিট আইডিয়াল স্কুল অ্যান্ড কোচিংয়ের চার শিক্ষককে ১৫ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে প্রতিষ্ঠানকে সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনার সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
ওএইচ/