ঢাকা, বৃহস্পতিবার, ৬ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
বগুড়ায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় জহুরুল ইসলাম (২৫) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তিনমাথা রেলগেট এলাকার হিজবুল কোরআন মডেল মাদরাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জহুরুল ইসলাম শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকার মো. খলিল ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল হিজবুল কোরআন মডেল মাদরাসায় বাবুর্চির কাজ করতেন। রাতে মাদরাসাতেই থাকতেন তিনি। বুধবার (৩১ মার্চ) রাতে সব কাজ শেষ করে নিজ ঘরে ঘুমাতে যান জহুরুল। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে না ওঠায় তাকে অনেক ডাকাডাকি করে মাদরাসা কতৃপক্ষ। কিন্তু তার কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছিলো না। পরে মাদরাসা কতৃপক্ষ জহুরুলের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা জহুরুলকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকেত দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জহুরুলকে মৃত ঘোষণা করেন।

বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জহুরুল স্টোক করতে পারেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।