ঢাকা, বৃহস্পতিবার, ৬ চৈত্র ১৪৩১, ২০ মার্চ ২০২৫, ১৯ রমজান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় পুকুরে ডুবে নিখোঁজ মৎস্য খামারির মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
আশুলিয়ায় পুকুরে ডুবে নিখোঁজ মৎস্য খামারির মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

সাভার (ঢাকা): সাভার আশুলিয়ায় পুকুরের পাড় ধসে নিখোঁজ হওয়া আবুল কালাম (৪৫) নামে এক মৎস্য খামারির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।  

বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকেলে টঙ্গী ফায়ার সার্ভিসের ফায়ার লিডার কামরুল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

নিহত আবুল কালাম আশুলিয়ার শুটিংবাড়ী এলাকার জহুর উদ্দিনের ছেলে।  

স্থানীয়রা জানান, বুধবার (৩১ মার্চ) দিনগত রাত ১১টার দিকে আশুলিয়ার শুটিংবাড়ী পুকুর সেচার সময় পাড় ধসে নিখোঁজ হন কালাম। পরবর্তীকালে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর দেওয়া হয়। রাতে খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধান অভিযান বন্ধ রাখা হয়। বৃহস্পতিবার সকালে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সকাল থেকে পুনরায় ডুবুরি দল তার খোঁজ শুরু করলে পুকুরটির কুচুরি পানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিসের ফায়ার লিডার কামরুল বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।