ঢাকা: আগামী ৩ এপ্রিল ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন বিদেশি কূটনীতিকরা। তারা সেখানে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) ঢাকার কানাডা হাইকমিশন থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ঢাকার কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য মিশনের কূটনীতিকরা বাংলাদেশ সরকারের নেতৃত্বে ভাসানচর পরিদর্শন করবেন।
ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করবেন তারা। একই সঙ্গে এ বিষয়ে সরকারের সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে আগ্রহী কূটনীতিকরা। এছাড়াও বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের আলোচনা অব্যাহত রাখাও প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
এর আগে জাতিসংঘ, ওআইসির নেতারা ভাসানচর পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
টিআর/এএ