রাঙামাটি: দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর অবশেষে নানিয়ারচর বাজার চালু হয়েছে।
বুধবার (৩১ মার্চ) বাজারটি চালু হলে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।
স্থানীয় ব্যবসায়ী রিপন দাশ বাংলানিউজকে বলেন, বাজারটি চালু হওয়ায় আমরা বেজায় খুশি। বাজারটি বন্ধ থাকার কারণে আমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। ব্যবসা করতে পারেনি। আশাকরি এইবার নতুন উদ্যমে ব্যবসা করবো।
নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার বলেন, আমরা দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে বাজারটি চালু করার চেষ্টা করেছি। অবশেষে সফল হয়েছি। ব্যবসায়ী-ক্রেতা সকলের জন্য এটা সুসংবাদ বটে।
নানিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলি রহমান তিন্নি বাংলানিউজকে বলেন, বাজারটি চালু করার জন্য আমরা চেষ্টা করছি কয়েক বছর ধরে। বাজারটি খুলে যাওযায় ব্যবসায়ীরা যেমন লাভবান হবে তেমনি ক্রেতারা বাজার করতে তেমন কষ্ট করতে হবে না।
জানা যায়, ২০১৮ সালের ১৮ মার্চ নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা সন্ত্রাসীদের গুলিতে মারা যাওয়ার পর ১৯ মার্চ নানিয়ারচর বাজার বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ব্যবসায়ীরা তিন বছর ধরে বাজারে আসেনি।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এনটি