ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার হামলার ঘটনায় তদন্তে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে প্রত্যেকটি ঘটনার বিচার হওয়া উচিত।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকেলে শহরের জেলা প্রশাসনের সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, পুলিশের কাছে ভিডিও ফুটেজ ও স্টিল ছবি রয়েছে। ভিডিও ফুটেজের স্টিল ছবি দেখে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়াবাসী ভয় পাওয়ার কিছু নেই। দেশের মানুষ তাদের সঙ্গে আছে। যারাই এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ার ভয়াবহ তাণ্ডবে নৃশংসতা চালানো হয়েছে এ ঘটনার নিন্দা জানানোর ভাষাও আমাদের নেই।
তিনি বলেন, মাদরাসায় এতিম শিশু ও দরিদ্র পরিবারের সন্তানদের দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়। রাজনীতি করার সবার অধিকার কাছে। কিন্তু রাজনীতির নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।
এ সময় পুলিশ প্রধানের সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পুলিশের স্পেশাল শাখার প্রধান মনিরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন, জেলা প্রশাসক হায়াদ উদ দৌলা খান ও পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এনটি