নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের হরতালে সংঘর্ষের ঘটনায় সিদ্ধিরগঞ্জের থানায় অজ্ঞাত ২শ’ বিএনপি ও যুবদলের নেতাকর্মী ও সমর্থককে আসামি করে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে মামলা দায়েরের কথা জানান, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
ওসি মশিউর রহমান জানান, সোহেল আহমেদ ও হুমায়ুন আজাদ খান নামে দুজন ব্যক্তি আজকে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছেন দুটি।
এদিকে হরতাল হেফাজতের হলেও এবং ঘটনায় সময় হেফাজতের নেতাকর্মীরা সকাল থেকেই ঘটনাস্থলে থাকলেও কোনো হেফাজতের নেতাকর্মীদের মামলায় আসামি করা হয়নি।
বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
জেআইএম