ঢাকা: যুক্তরাষ্ট্র প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা হাজী ফখরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (২ এপ্রিল) এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের তাজ হোটেলের মালিক হাজী ফখরুল ইসলাম ছিলেন অত্যন্ত উদার মানসিকতার অধিকারী।
ড. মোমেন বলেন, ফখরুল ইসলাম সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়ে আমার দু’বছরের জুনিয়র ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সত্তরের দশকের প্রথম দিকে তৎকালীন সিলেট পৌরসভার নির্বাচিত কাউন্সিলর ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে তার বিভিন্ন ধরনের ব্যবসা আছে।
পররাষ্ট্রমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার সকালে সিলেটের নিজ বাসায় ফখরুল ইসলাম মৃত্যুবরণ করেন। তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে আসেন।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
টিআর/এমআরএ