ঢাকা, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১, ২১ মার্চ ২০২৫, ২০ রমজান ১৪৪৬

জাতীয়

শিবপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপভ্যান চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
শিবপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপভ্যান চালক নিহত

নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলার পুরান্দিয়া এলাকায় পিকআপভ্যান ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এমরান মিয়া (২৮) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (০২ এপ্রিল) দুপুরে শিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান খান বাংলানিউজকে এ তথ্য জানান।

নিহত এমরান দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান চালক। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মৃত কাছম আলীর ছেলে। আহত ব্যক্তি হলেন নিহতের সহযোগী হান্নান মুন্সী (৩৫)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (০১ এপ্রিল) রাতে পিকআপভ্যান নিয়ে মাছ আনতে ব্রাহ্মণবাড়িয়া থেকে নরসিংদীর মনোহরদীতে যাচ্ছিলেন এমরান ও হান্নান। আর কার্ভাডভ্যানটি মনোহরদী থেকে ইটাখলার দিকে যাচ্ছিল। পথে দিনগত রাত পুরান্দিয়া এলাকায় পিকআপভ্যানটির সঙ্গে কার্ভাডভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক এমরানের মৃত্যু হয় এবং আহত হন তার সহযোগী হান্নান।

খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। পরে নিহত এমরানের মরদেহ থানায় নিয়ে যাওয়া হয় এবং আহত হান্নানকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

শিবপুর থানার এসআই মো. কামরুজ্জামান খান বাংলানিউজকে জানান, নিহত এমরানের পরিবারের সদস্যদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।  
আর নরসিংদী সদর হাসপাতাল থেকে আহত হান্নানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।